• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

ফরিদপুরে ১ হাজার ২১ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাজাসহ আটক ৬

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ১৫ জুলাই, ২০২৪ ১৬:৪৯:১৭

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে পৃথক ২ টি অভিযানে ১ হাজার ২১ বোতল  ফেনসিডিল ও গাঁজাসহ ৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় মাদক বহনে ব্যবহৃত ০২টি মাইক্রোবাস ও ০১টি ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মুল্য ৩৫ লাখ টাকা। 

সোমবার দুপুরে র‌্যাব-১০ ফরিদপুর কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার কে এম শায়খ আকতার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার ( ১৪ই জুলাই)  বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার টিএন্ডটি পাড়া এলাকায় র‌্যাব এর একটি টিম অভিযান চালায়। এসময় একটি মাইক্রোবাসে তল্লাসি চালিয়ে ১শ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাজা জব্দ করা হয়। এই ঘটনায় শাহিন আলী ও ইমন ইসলাম নামের দুইজনকে কে আটক করা হয়। 

এছাড়া একই দিন রাত সাড়ে ১১ টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা মহাসড়কে তারা অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ও তারই পাশে থাকা ব্যাটারী চালিত ইজি বাইকে তল্লাশি চালিয়ে ৯শ ২১ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাজা উদ্ধার করা হয়। এসময় আকবর সরদার(৪১), সজিব (৩৮), রাহাত বেপারী(৩৪), দিপু কুমার শীল(৪২) কে আটক করা হয়। তাদের মাদক পরিবহনের ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করে র‌্যাব।

উদ্ধার হওয়া ১ হাজার ২১ বোতল ফেনসিডিল ও সাড়ে ৬ কেজি গাজা সহ মাদকের বাজার মূল্য আনুমানিক ৩৫ লক্ষ টাকা বলেও জানান ওই কর্মকর্তা। 

পরে আজ আটক মাদক কারবারীদের কে মাদক দ্রব্য আইনে মামলায় স্থানীয় থানার মাধ্যমে কোর্টে পাঠানো হয়।

মন্তব্য ( ০)





  • company_logo