প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে মাদক সেবনে বাধা ও টাকা না দেয়ায় কাজলী আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে নিহতের স্বামী মাসুম হোসেন সোমবার(১৫জুলাই) সকাল পৌঁনে আটটায় উপজেলার উলাক এলাকায় এঘটনা ঘটে। সে ওই এলাকা মৃত কামাল হোসেনের মেয়ে।
নিহতের মেয়ে ও স্বজনরা জানায়, মেয়ের সুখের কথা চিন্তা করে মেয়ের বাবা তাদের একটি বাড়ি করে দেয়। প্রথমে সংসার সুখের হলেও পরে মাসুম মাদক সেবনে জরিয়ে বেকার হয়ে পড়ে। সে থেকেই মাদক সেবনের টাকা না দিলে প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। এনিয়ে পারিবারিক বিচার সালিসিও হতো। আজ সকালে টাকা চাইলে না দেয়ায় দু'জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা বটি ও কেচি দিয়ে কাজলীকে কুপিয়ে হত্যা করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে মরদেহ মাটি পড়ে থাকতে দেখে। পরে মাসুমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে এলাকাবাসী।
বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদক সেবনে বাধা দেয়ায় এ হত্যাকান্ড ঘটেছে। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)