ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে ১৩ লাখ ৬০ হাজার টা মূল্যের ১০০ গ্রাম হেরোইন ও ১২ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৭ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজ রানার নেতৃত্বে উপজেলার চান্দহর ইউনিয়নের চর চান্দহর পশ্চিম পাড়া জামে মসজিদের উত্তর পাশে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চর চান্দহর গ্রামের মোঃ কুরবান আলীর ছেলে মোঃ মুক্তার হোসেন(৪৭) ও মৃত আব্দুর রফিকের ছেলে মোঃ সুমন মিয়া(২৮) কে গ্রেফতার করেন।
এসময় আসামী মোঃ মুক্তার হোসেনের নিকট হতে ৮০ গ্রাম হেরোইন ও ১ হাজার ইয়াবা ট্যাবলেট এবং আসামী মোঃ সুমন মিয়ার নিকট হতে ২০ গ্রাম হেরোইন ও ২ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যহত থাকবে।
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় স...
অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান ...
অনলাইন ডেস্কঃ বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই স...
নিউজ ডেস্কঃ ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়...
মন্তব্য ( ০)