• সমগ্র বাংলা

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬  

  • সমগ্র বাংলা
  • ০৮ ডিসেম্বর, ২০২৩ ১৫:৫২:১৫

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে পৃথক স্হানে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। গেল বৃহস্পতিবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে। নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক শাহিন জানান, গেল বৃহস্পতিবার মধ্যরাতে নবাবগঞ্জের ভাদুরিয়া বাজার এলাকায় মহা সড়কের উপর একটি দাড়িয়ে থাকা একটি পন্যবোঝাই ট্রাককে পেছনে ধাক্কায় দেয় আরেকটি ট্রাক। এতে চলন্ত ট্রাকের হেলপার নিহত হয়েছে।

নিহত হেলপার কদর আলী (৪০) ঝিনাইদহ জেলার শৌলা উপজেলার দুধসর গ্রামের বাসিন্দা।

পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তার লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় একটি  ট্রাকের সাথে পাগলু ও অটোচার্জারের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ৬জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর অবস্হায় ২ জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য ৪জনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত হয়েছে ট্রাক চালক সুফিয়ানের অবস্হা আশংকাজনক।  সে নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর গ্রামের মান্নানের ছেলে। অটোচার্জারের চালক আব্দুল জলিল বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের দুলু মোহাম্মদের ছেলে। এছাড়াও কবিরাজহাট এলাকার বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে সায়েদ, এলাইগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী ফরিদা, ভাবকী গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে কলেজ ছাত্রী রিমু এবং কবিরাজহাট এলাকার বাসিন্দা মাহাতাবের ছেলে রাব্বি।

দু়র্ঘটনাস্হল পরিদর্শন করেছেন  বীরগঞ্জ থানার ইনচার্জ  মজিবুর রহমানসহ অন্যান্যরা।

মন্তব্য ( ০)





  • company_logo