
ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : ক্ষুদে শিক্ষার্থীদের সৃজনশীল নানা উদ্ভাবন আর দূরদর্শী নানা স্বপ্নের সম্ভারে বগুড়া বীট মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো বিজ্ঞান মেলা। ১১৫ টি প্রোজেক্টের মাধ্যমে যে মেলায় ক্ষুদে বিজ্ঞানীরুপে ১ম থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা প্রদর্শন করে বিজ্ঞান, প্রযুক্তি আর মহাকাশ সংক্রান্ত নানা উদ্ভাবন যা মুগ্ধ করে অভিভাবক ও দর্শনার্থীদেরও।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোহন আখন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সোহবানী বাপ্পী।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা প্রথম থেকে দশম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন। শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্ক চিন্তা ও উদ্ভাবনী শক্তির ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।
মেলায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও পরিবেশবিজ্ঞানসহ নানা বিষয়ের ওপর শিক্ষার্থীরা চমৎকার সব প্রজেক্ট উপস্থাপন করেন। অনেক প্রজেক্টে দেখা যায়, বিদ্যুৎ উৎপাদনের নতুন ধারণা, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, রোবটিক্স, সৌরশক্তিচালিত মডেল ও পরিবেশবান্ধব উদ্ভাবন।
অতিথিরা বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান চর্চায় আগ্রহী করে তোলার এমন উদ্যোগের প্রশংসা করেন তারা। এছাড়াও ছোট ছোট শিক্ষার্থী যাদের সমবয়সীদের অনেকেই যখন মোবাইল কিংবা টিভিতে আসক্ত তখন তারা কাজ করছেন বিজ্ঞানভিত্তিক নানা প্রজেক্ট নিয়ে। কেউ বানিয়েছেন ট্রেন দুর্ঘটনা প্রতিরোধক, আধুনিক নগর পরিকল্পনা, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, চোর কিংবা অপরিচিত ব্যক্তি শনাক্তে লেজার এলার্ম, কেউবা সোলার প্যানেল দিয়ে ইমারজেন্সি পাওয়ার সাপ্লাই যন্ত্র আবার কেউ বানিয়েছেন শত্রুদের মিসাইল ধ্বংসকারী সুরক্ষা মিসাইলের নমুনা।
আয়োজন প্রসঙ্গে বীট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও বাস্তবমুখী শিক্ষা অর্জনের জন্যই তাদের এই আয়োজন। তারা চান, পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রযাত্রায় অবদান রাখুক।
দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর (৩ আসনে) যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক...
লালমনিরহাট প্রতিনিধি : বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি — এই প্রতিপাদ্যকে সামনে রেখ...
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক স...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের দা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ১২ বছরের এক শিশু ...
মন্তব্য (০)