
ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসির দড়ি নিয়ে অনশন করেছেন প্রেমিক দাবি করা এক যুবক।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রেমিক রবিউল হাসান রবি (২৮) হরিরামপুর উপজেলার উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে। প্রেমিকা তাহমিনা মিম একই এলাকার (২১) কৌরী এলাকার প্রবাসী আব্দুল কুদ্দুসের মেয়ে। প্রেমিক পেশায় একজন ঠিকাদার ও প্রেমিকা মানিকগঞ্জ মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী।
জানা গেছে, ৩ মাস আগে প্রেমিকা মিমের সাথে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, সময়ের সাথে সাথে গভীর হয়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে দুই পরিবার বিয়ের সম্মতি জানান। সম্পর্ক আগাতে থাকলে এক সময় প্রেমিকা মিম বেঁকে বসে। এরপর থেকেই প্রেমিক রবিউল পাগল প্রায়। শেষমেষ উপায়ন্তনা পেয়ে প্রেমিকা মিমের বাড়িতে ফাঁসির দড়ি হাতে অনশনে বসেছে যুবক রবিউল। এ ঘটনায় আশপাশের এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনা দেখতে মেয়ের বাড়িতে ভিড় করছে আশপাশের মানুষজন।
প্রেমিকা মিমের দাবী তার (রবিউল) সাথে কেবলমাত্র কথাবার্তা হয়েছে, হয়েছে টুকটাক দেখা সাক্ষাৎ। এর বাইরে প্রেম কিংবা বিয়ের কোন সম্পর্ক তার সাথে নেই। হেয় প্রতিপন্ন করার জন্যই বাড়ির উপরে এসে সম্মানহানির চেষ্টা করছে। মিম বলেন, আমি এই ছেলেকে বিয়ে করব না, ও (রবিউল) মানসিক ভাবে ভারসাম্যহীন।
প্রেমিকার মা পারভীন আক্তার বলেন, মেয়ে যেখানে সম্মত নয় সেখানে আমি আগাতে পারবো না। আমার স্বামী প্রবাস থাকে। এ ঘটনায় আমি কি করবো বুঝে উঠতে পারছি না।
গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, মেয়ে এবং মেয়ের পরিবার যদি রাজি না থাকে সেক্ষেত্রে সুন্দর সমাধানের কোন পথ নেই। ছেলেকে আগে সেভ কাস্টডিতে নিয়ে দুই পক্ষের কথা শুনে পুলিশ এই ঘটনায় ব্যবস্থা নিক। সেটাই মনে হয় ভাল হয়।
চালা ইউনিয়নের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ জানায়, বিকেলে ছেলেকে বাড়ি নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে পারিবারিক ভাবে বসে বিষয়টি সমাধান করা হবে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর (৩ আসনে) যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক...
লালমনিরহাট প্রতিনিধি : বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি — এই প্রতিপাদ্যকে সামনে রেখ...
বগুড়া প্রতিনিধি : ক্ষুদে শিক্ষার্থীদের সৃজনশীল নানা উদ্...
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক স...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ১২ বছরের এক শিশু ...
মন্তব্য (০)