
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান তার দায়িত্বকালে এক অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন। গত পহেলা সেপ্টেম্বর ২০২৪ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের পরিসংখ্যানে তার গতিশীল ও জনবান্ধব পুলিশিং-এর চিত্র সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এই সময়ে মাদকবিরোধী অভিযান থেকে শুরু করে সামাজিক বিরোধ মীমাংসা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ঈশ্বরগঞ্জ থানা পুলিশ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান ঈশ্বরগঞ্জ থানায় যোগদানের পর থেকে এক বছরে মোট দুইশত ২৩টি মামলা রেকর্ড করা হয় এবং এই সকল মামলায় হত্যা মামলা সহ ৯শত ৫৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে । এর মধ্যে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে ৪২টি মামলা দায়ের করা হয় এবং ৮৭ জনকে গ্রেফতার করা হয়। সেই সাথে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, যার আনুমানিক মূল্য ৩২ লক্ষ ৯৩ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে- ১২ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, ৮৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৭৮ বোতল বিদেশী মদ এবং ৮০ লিটার চোলাই মদ।
এছাড়াও, জুয়া ও অবৈধ কার্যকলাপ দমনে পুলিশ ছিল অত্যন্ত সক্রিয়। ৪৯টি জুয়া আইনের প্রসিকিউশনের মাধ্যমে ২শত ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ৭৮ জনকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়।
অপরাধ দমনের পাশাপাশি চোরাই মাল উদ্ধারেও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সফল হয়েছে । ১১টি চুরি মামলায় উদ্ধার করা হয়েছে ৪টি গরু, ১টি সিলিং ফ্যান, ১টি মোটরসাইকেল, ২টি অটো মিশুক গাড়ী, ১টি ট্র্যাক্টর ও ১টি ট্রাক। পাশাপাশি, প্রযুক্তি ব্যবহার করে ১শত ৪৩টি খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই সময়ে ৬৩ জন ভিকটিমকে উদ্ধার করার পাশাপাশি ৭ শত ২০টি ওয়ারেন্ট নিষ্পত্তিও করা হয়েছে।
ওসি মোঃ ওবায়দুর রহমানের উদ্যোগে ঈশ্বরগঞ্জ থানায় জনসেবা এবং সামাজিক সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জরুরী সেবা ৯৯৯-এ আসা একশত ২৭টি কলের সমস্যা দ্রুত সমাধান করা হয়েছে। এর পাশাপাশি, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে জমি জমা সংক্রান্ত একশত ৩৭টি বিরোধ মীমাংসা করা হয়। সামাজিক ব্যাধি বাল্যবিবাহ রোধে সজাগ থেকে ২৬টি বাল্য বিবাহ সফলভাবে রোধ করা সম্ভব হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। আমরা মাদক, জুয়া, চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। এই সময়ের পরিসংখ্যানে আমাদের কঠোর পরিশ্রমের প্রতিফলন ঘটেছে।
তিনি আরও বলেন, কেবল মামলা ও গ্রেফতার নয়, জনবান্ধব পুলিশিং-এর মাধ্যমে আমরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। বিশেষ করে, ৯৯৯ কলের সমাধান, জমি-জমা সংক্রান্ত বিরোধ মীমাংসা ও বাল্যবিবাহ রোধের মতো সামাজিক উদ্যোগগুলিতে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। আগামীতেও সন্ত্রাস, মাদক ও জুয়ামুক্ত একটি নিরাপদ ঈশ্বরগঞ্জ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই সাফল্যের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সহকর্মী পুলিশ সদস্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈশ্বরগঞ্জবাসীর আন্তরিক সহযোগিতা অনস্বীকার্য।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ঈর্ষণীয় এই সাফল্য ঈশ্বরগঞ্জবাসীর মধ্যে স্বস্তি এনেছে এবং এলাকার সচেতন মহল থানা পুলিশের এই ইতিবাচক পদক্ষেপ বলে সাধুবাদ জানিয়েছেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল।
মন্তব্য (০)