• সমগ্র বাংলা

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয়ের সাদা দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একজন অতন্দ্র প্রহরী ছিলেন। তিনি ছিলেন একজন উদার গণতান্ত্রিক নেত্রী। তাঁর উদ্যোগেই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা প্রবর্তিত হয়, যার মাধ্যমে কয়েকটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে তিনি সক্ষম হয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পরও জাতিকে ঐক্যবদ্ধ রাখতে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।” এ সময় তিনি প্রয়াত নেত্রীর আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, পরিবহণ প্রশাসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মন্তব্য (০)





image

রেল ভ্রমনে যাত্রী সেবার মান বাড়াতে দিনাজপুরে গণ শুনানী, স...

দিনাজপুর প্রতিনিধিঃ ট্রেন যাত্রী সেবার মান বাড়াতে এবং রেল ভ্...

image

চলনবিলাঞ্চলে কুয়াশা ও তীব্র শীতে বোরো ধানের বীজতলার ব্যাপ...

পাবনা প্রতিনিধিঃ কুয়াশা এবং তীব্র শীতের কারণে পাবনার চাটমোহ...

image

ষড়যন্ত্রমূলক মামলায় নিরপরাধ যুবক কারাবন্দি—সংবাদ সম্মেলনে...

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের...

image

৬ দশমিক ৭ ডিগ্রিতে কাঁপছে নওগাঁর জনপদ

নওগাঁ প্রতিনিধিঃ ঘড়ির কাটা সকাল সাড়ে ৯টার ঘরে। দীর্ঘদিন পর স...

image

প্রথমবারের মতো ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে রাণীনগরে...

নওগাঁ প্রতিনিধি: “প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষি...

  • company_logo