• সমগ্র বাংলা

সাংগঠনিক সফরের শুরুতেই পিতৃভূমি বগুড়ায় আসছেন তারেক রহমান

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধি : দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ই জানুয়ারী পিতৃভূমি বগুড়ায় আসছেন তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে ১৯৮৮ সালে রাজনৈতিক হাতে খড়ি নেয়া তারেক রহমান তার নিজ জেলায় ফিরছেন দলের কর্ণধার হিসেবে। ঘরের ছেলেকে বরনে তাইতো জেলাজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

রং তুলি আচড়ে সাজানো হচ্ছে শহরের নবাব বাড়ি সড়কে অবস্থিত তার রাজনৈতিক কার্যালয়। চলছে শেষ মুহূর্তের সংস্কার কাজ। শোককে শক্তিতে পরিণত করে মা-বাবা হারানো প্রিয় সন্তানকে বরণে যেন প্রস্তুত হচ্ছে পুরো বগুড়া। কারণ এই জেলার মানুষের সাথে তার সম্পর্ক যেন আত্মিক ও একান্তই ব্যক্তিগত।

সোমবার বিকেলে তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভা শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, আগামী রোববার সকালে গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা করবেন তারেক রহমান। ওই দিন তিনি সেখানে রাত যাপন করবেন। পরদিন দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন। তাঁর সফর ঘিরে জেলা বিএনপির সাংগঠনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। সূত্রে জানা গেছে, বগুড়ায় কর্মসূচি শেষে তারেক রহমান সড়কপথে রংপুর যাবেন এবং সেখানে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। তবে তিনি বগুড়ায় পৌঁছেই রংপুর যাবেন নাকি পরদিন দোয়া মাহফিল শেষে রওনা করবেন, তা গুলশান কার্যালয় থেকে চূড়ান্তভাবে জানানো হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এছাড়াও তাকে বরণে স্বাগতম বিলবোর্ড দেয়া হচ্ছে। তাকে দেখতে বগুড়ার আপামর জনসাধারণ উদগ্রীব হয়ে আছে। সাধারণ মানুষের আবেগের কথা মাথায় রেখে কোথায় অনুষ্ঠানটি করলে ভালো হয় তা নিয়ে আলোচনা চলছে।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাসার বলেন, তারেক রহমান বগুড়ার সন্তান। তার প্রতি এই অঞ্চলের মানুষের আবেগ ও ভালবাসা অনেক বেশি। তার সাথে হাত মেলানোর জন্যেও হাজার হাজার মানুষ সমবেত হবেন। গণদোয়ার স্থান হিসেবে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ ও জিলা স্কুল মাঠ বিবেচনা করা হলেও জায়গা সংকটের কথা মাথায় রেখে প্রাথমিকভাবে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠকেই আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হচ্ছে।
তারেক রহমানের আগমন ঘিরে জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম বলেন, ১২ই জানুয়ারি বগুড়া শহরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আয়োজিত গণদোয়া শেষে তাদের অভিভাবক তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন। যাত্রাপথে বগুড়ার মহাস্থান শাহ সুলতান বলখির মাজার জিয়ারত করার কথা রয়েছে তার। এছাড়াও সময় ও সুযোগ সাপেক্ষে শিবগঞ্জ থানাধীন মোকামতলা এলাকায় জনসভাতেও বক্তব্য রাখতে পারেন তিনি। তার আগমনকে ঘিরে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ।

সবশেষ ২০০৬ সালের ২৪ শে ডিসেম্বর ছোট ভাই আরাফাত রহমান কোকো কে নিয়ে বগুড়ায় এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ বছর পর আবারো 'ঘরের ছেলে, ঘরে ফিরবে' বরণে তাইতো কোন খামতি রাখতে চাইনা বগুড়াবাসী। নেতাকর্মীদের প্রত্যাশা, বগুড়ায় তার আগমন হবে আরেকটি ইতিহাসের অংশ।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।
 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে আটক ২ ভারতীয়ককে বিএসএফের কাছে হস্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃঅবৈধ অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সী...

image

রাণীনগরে জমিয়তের শীতবস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধি: “জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গম, আল্লাহ...

image

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি র‌্যাবিস ভ্য...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

image

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে গম এবং ভূট্রা ...

দিনাজপুর প্রতিনিধি : সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ...

image

দিনাজপুরে চালককে হত্যা করে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল এলাকায় চালককে অপহরন ...

  • company_logo