• সমগ্র বাংলা

মৃদু শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চল অচল:৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : ঘন কুয়াশা, হিমেল বাতাস ও টানা সূর্যহীন দিনের কারণে দেশের উত্তরাঞ্চলে হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। রংপুর বিভাগসহ উত্তরের আটটি জেলার ওপর দিয়ে একযোগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তীব্র ঠান্ডা ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়েও বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে-মাত্র ৯ ডিগ্রি সেলসিয়াস। একই দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ২ ডিগ্রিতে। রংপুরে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ৫, ডিমলায় ৯, ঠাকুরগাঁওয়ে ১০, লালমনিরহাটে ৯ দশমিক ৯ এবং গাইবান্ধায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানায়, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা সহজে কাটছে না। ফলে সকাল থেকে দুপুর কিংবা বিকাল পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। এতে করে দিনের বেলাতেও শীতের তীব্রতা বাড়ছে এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বর্তমানে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা—এই আট জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব এলাকায় ভোর ও রাতের ঠান্ডা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে নিম্নআয়ের ও অতিদরিদ্র মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরের জেলাগুলোতে খেটে খাওয়া মানুষের কাজের সুযোগ কমে গেছে। রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ শ্রমজীবী মানুষ ভোর ও রাতের প্রচণ্ড ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না। এতে দৈনিক আয় কমে গিয়ে অনেক পরিবার চরম সংকটে পড়েছে।

রংপুর নগরীর রিকশাচালক রাজা মিয়া বলেন, “দিনে যা আয় হয়, তাতে ঠিকমতো খাওয়াই কষ্ট। নতুন শীতের কাপড় কেনার সামর্থ্য নেই। পুরোনো একটা জ্যাকেটই এখন ভরসা।” একই কথা জানান দিনমজুর ও ভ্যানচালকরাও। তাদের মতে, শীত বাড়লেও আয় বাড়েনি; বরং কাজ কমে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে রংপুর নগরীর শীতবস্ত্রের বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। স্টেশন বাজার, জামাল মার্কেট, ছালেক মার্কেট, হনুমানতলা এরশাদ হকার্স মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতে নতুন ও পুরোনো শীতবস্ত্রের বেচাকেনা চলছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ সাশ্রয়ী দামে পোশাক কিনতে পুরোনো কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন।

ক্ষুদ্র ব্যবসায়ী শাহিনুর ইসলাম জানান, এ বছর পুরোনো কাপড়ের দাম তুলনামূলক বেশি। পুরোনো কাপড় আমদানির কোটা কমে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে, যার প্রভাব পড়ছে নিম্নআয়ের মানুষের ওপর।

তীব্র শীতে অনেক মানুষ খড়কুটো, কাঠ কিংবা পরিত্যক্ত কাগজ জ্বালিয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছেন। রংপুর শহর ও আশপাশের এলাকায় খোলা জায়গায় আগুন জ্বালিয়ে রাত কাটানো এখন নিত্যদিনের চিত্র।

এদিকে শৈত্যপ্রবাহের প্রভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ১ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত শীতজনিত জটিলতায় শিশু ও বয়স্কসহ প্রায় ৩০০ রোগী ভর্তি হয়েছেন। এ সময় স্বাভাবিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হলেও ১৬ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ১৮ জন শীতজনিত জটিলতায় মারা গেছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বর্তমানে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, জানুয়ারি মাসে আরও দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যা ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, শীত মোকাবিলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু হয়েছে। প্রয়োজনে সহায়তা আরও বাড়ানো হবে।

 

মন্তব্য (০)





image

নওগাঁয় আগুনে সব হারানো কৃষক পেলো সরকারি সহায়তা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আগুনে সব হারিয়ে যখন দিশেহারা কৃষক আব...

image

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১২

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জের ত...

image

পাবনায় মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যে স্বজনপ্রীতির ঘটনায় তদন্ত ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার জগতলা সিদ্দিকীয়...

image

সাতকানিয়া চৌকি আদালতে চালু হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ...

image

বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অনুদান ব...

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী...

  • company_logo