ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার মানুষের জন্য এলো বহুল প্রতীক্ষিত সুসংবাদ। চট্টগ্রাম শহর থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থানান্তর করা হয়েছে সাতকানিয়া চৌকি আদালতে। এর মাধ্যমে স্বাধীনতার ৫৪ বছর পর এ জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলো।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৪ এর সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এ বিষয়ে সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি আইনজীবী হাফিজুল ইসলাম (মানিক) বলেন,
“আজকের এই আনন্দঘন দিনে চট্টগ্রাম দক্ষিণ জনপদের অবহেলিত সাতকানিয়া–লোহাগাড়াবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ, মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল, জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দীন, প্রফেসর সাঈদ আহসান খালিদ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ স্যারের প্রতি। তাঁদের আন্তরিক উদ্যোগেই আজ এ জনপদের মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।”
স্থানীয় পর্যায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম শুরু হওয়ায় এখন থেকে হাজারো মানুষকে আর চট্টগ্রাম শহরে গিয়ে মামলা পরিচালনা কিংবা হাজিরা দিতে হবে না। এতে বিচারপ্রার্থী জনগণের সময়, অর্থ ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন আইনজীবী ও স্থানীয় সচেতন মহল।
নিউজ ডেস্ক : জরুরি মেরামত ও সংস্কারকাজ পরিচালনার জন্য শনিবার (১০ জানুয়ার...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ৬ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ...
দিনাজপুর প্রতিনিধি : আগামী ১২ জানুয়ারী বিএনপির চেয়ারপার্সন ত...

মন্তব্য (০)