• সমগ্র বাংলা

টাঙ্গাইলে ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ০৪ নভেম্বর, ২০২০ ২১:০৭:১১

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলে ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড -২০২০ এর সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  " বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি" এই শ্লোগানকে সামনে রেখে, ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে, টাঙ্গাইলে ৩ দিন ব্যাপী, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান  অলিম্পিয়াড -২০২০ অনুষ্ঠিত হয়েছে ।

টাঙ্গাইল  জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, ২ই নভেম্বর সোমবার শুরু হয়ে,  ৪ই নভেম্বর বুধবার দুপুরে, টাঙ্গাইল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে  এই মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে  এই পুরষ্কার বিতরনী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার টাঙ্গাইল এর উপ পরিচালক শরীফ নজরুল ইসলাম ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ জামিরুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,   জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা সিনিয়র  তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট সালাউদ্দিন আইয়ুবী প্রমুখ।  এসময় বিজ্ঞান মেলায় ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo