ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের পতেংগায় লরি নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে মামা-ভাগ্নে প্রান হারান। জানা যায়, গতকাল ১৭ মে শুক্রবার রাত সাড়ে আটটায় পতেংগা বিমান বন্দর বাটার ফ্লাই পার্ক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে লরি পুকুরে পড়ে গেলে আহত হয় ৫ জন। আহতরা হলেন, ইমরান(৮) তাসফিয়া(২০) নুসরাত(৩৫) নুরুল আমিন (২১) পতেংগা থানার এ,এস,আই সেলিম বলেন।
প্রজাপতি পার্কের রাস্তা দিয়ে টানেলে যাবার কালে ৫জন কে ধাক্কা দিলে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে যায়। চমেক হাসপাতালের পুলিশ ফাড়ির এস,আই নুর আলম আশেক জানান, হাসপাতালে এ দুর্ঘটনায় আহত ৫জনকে ভর্তি করা হলে ১জন মারা যায়। অন্যদিকে পতেংগা ফায়ার সার্ভিসর ষে।টশন কর্মকর্তা শাহেদ কুতুবূ বলেন, ঘটনাস্থলে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় প্রান হারানো ২ জনই মামা ভাগ্নে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)