• সমগ্র বাংলা

পঞ্চগড়ে এসিআই ক্রপ কেয়ার এর উদ্দেগে শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা
  • ২৮ জানুয়ারী, ২০২০ ২১:২০:৫৯

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলা হাড়িভাসা ইউনিয়নের শীতার্তদের মাঝে আমরা, এই স্লোগানকে সামনে রেখে এসিআই ক্রপ কেয়ার এর উদ্দেগে ৯০ জন অসহায় এবং দুস্থ মানুষের মাঝে  শীতবস্ত্র বিতরণ করা হয়।  তীব্র শীতের কাপছে পঞ্চগড় । এ শীতে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকেন ফুটপাত ও গ্রামীণ এলাকায় বসবাসকারী দরিদ্র সীমার নিচের অংশের মানুষ। তবে সমাজ থেকে এখনও হারিয়ে যায়নি মূল্যবোধ ও সহানুভূতি। তাইতো তীব্র শীতের হাত থেকে তাদের রক্ষা করে একটু উষ্ণতার ছোঁয়া দিতে এগিয়ে আসছেন এসিআই ক্রপ কেয়ার । সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার মনোবাসনা নিয়েএসিআই ক্রপ কেয়ার  নামে একটি কোম্পানি । তাদের পেশা ব্যবসা হলেও , তা সমাজের মানুষের  জন্য কিছু করা। এ ইচ্ছে থেকে তারা সম্প্রতি একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মসূচি পালন করেন হাড়িভাষা ইউনিয়নের হাড়িভাসা দারুচ্ছুনা দাখিল মাদ্রাসা হল রুমে।  সে এলাকার কর্মরত দরিদ্র অংশের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনির হোসেন,সদস্য জেলা পরিষদ পঞ্চগড় ও এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক,এবং আরো উপস্থিত ছিলেন এসিআই ক্রপ কেয়ারের রিজিওনের  সেলস ম্যানেজার মোঃ মামুনুর রশিদ, এরিয়া ম্যানেজার খন্দকার হাবিবুর রহমান, টেরিটরি অফিসার মোঃ মেহেদী হাসান,মোঃ নেছার উদ্দীন, সেলস প্রোমশন অফিসার মোঃ মোজাহেদুল ইসলাম প্রমুক। তারা সব মিলিয়ে ইতোমধ্যে প্রায় ৯০ টি শীতবস্ত্র বিতরণ করেছেন। মনির হোসেন  বলেন, শীতার্ত মানুষগুলো বিশেষ করে অসহায় দুস্থ মানুষেরা কাপড় পেয়ে যেভাবে খুশি হয়েছে তা দেখে প্রাণ জুড়িয়ে যায়। মনে নতুন অনুপ্রেরণা আসে মানুষের জন্য আরও বেশি বেশি কাজ করার জন্য কোম্পানির সেই মন মানষিকতা আছে বলে তিনি জানান।

মন্তব্য ( ০)





  • company_logo