• শিক্ষা

দুই দফা দাবিতে দিনাজপুরে কলেজ শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালন

  • শিক্ষা
  • ২৩ অক্টোবর, ২০২৪ ১৩:৫৭:১৬

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: জনবল কাঠামো এবং এমপিও ভুক্তির নীতিমালা ২০২১ অনুযায়ী অন্তর্ভুক্তিসহ দুই দফা দাবিতে আজ বুধবার সকালে দিনাজপুরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুবিধা বঞ্চিত কলেজ শিক্ষকরা। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স- মাষ্টার্স শিক্ষক ফেডারেশনের ডাকে ওই কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন বিভিন্ন কলেজে কর্মরত সুবিধা বঞ্চিত আড়াই শতাধিক শিক্ষক শিক্ষিকা।

গত ১৭ অক্টোবর ঢাকায় শিক্ষা ভবনের সামনে শিক্ষকদের মানববন্ধনসহ অবস্হান কর্মসূচিতে জলকামান ব্যবহার লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং পুলিশী হামলার প্রতিবাদসহ দুই দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবরে লেখা স্মারকলিপি তুলে দেন তারা।

সুবিধা বঞ্চিতদের অভিযোগ, বৈধভাবে নিয়োগের পরেও ৩২ বছর ধরে জনবলকাঠামোসহ এমপিও না করায় সারাদেশে আর্থ সামাজিকভাবে মানবেতর জীবন যাপন করছে অনার্স- মাষ্টার্স কোর্সের সাড়ে ৩ হাজার শিক্ষক শিক্ষিকা।এসময় বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স- মাষ্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মেহেরাব আলী, জেলা কমিটির সভাপতি মহাদেব শর্মা, জেলা কমিটির সাদারন সম্পাদক বন্দে আলী মিয়া এবং আদর্শ কলেজের প্রভাষক লিলুফা ইয়াসমিনসহ অন্যান্যরা।

মন্তব্য ( ০)





  • company_logo