• সমগ্র বাংলা
  • লিড নিউজ

পীরগঞ্জ সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪৬:৪৪

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঘটনায় একজন বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি'র সদস্যরা। তাকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্হান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম জানান, ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিজিবি'র চাঁন্দেরহাট ক্যাম্পের কাছে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে বিএসএফ সদস্য উপ কুমার দাসকে আটক করেছেন তারা। ওই বিএসএফ সদস্য সীমান্তের মেইন ৩৩৪ নম্বর পিলার/ সাব পিলার ৬ এ এর পাশে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশী ভুখন্ডে ঢুকে পড়েছিল। এসময় চাঁন্দেরহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেছে। এসময় বিএসএফ সদস্য পোষাকে থাকলেো নিরস্ত্র ছিলো। 

পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ কর্তৃপক্ষের কাছে তুলে দিতে প্রক্রিয়া চালাচ্ছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo