• সমগ্র বাংলা

পীরগঞ্জ সীমান্তে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর

  • সমগ্র বাংলা
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ২০:০২:৩৬

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সীমান্তে আটক বিএসএফ জোয়ানকে পতাকা বৈঠকের মাধ্যমে আজ মঙ্গলবার বিকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

সকাল ১১ টার দিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তের মেইন ৩৩৪ নম্বর পিলার/ সাব পিলার ৬ এ এর পাশে বিএসএফ জোয়ান উপ কুমার দাসকে আটক করেছিল বিজিবির ৪২ ব্যাটালিয়নের চাঁন্দেরহাট বিওপির সদস্যরা। তবে অবৈধভাবে তার সীমান্ত অতিক্রমের সুনির্দিষ্ট কারন জানা যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম জানান, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশী ভুখন্ডে অনুপ্রবেশকারি বিএসএস জোয়ান উপ কুমার দাসকে বিকাল ৪ টার দিকে সেক্টর এবং ব্যাটালিয়ন পর্য্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন তারা।

পতাকা বৈঠকে বিজিবি'র দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আরিফুল হক, পিএসসি,  বিজিবি'র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি এবং বিএসএফের পক্ষে ভারতের কিশানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি ইস আউল ও এ্যাডহক ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক কমান্ড্যান্ট অলক ভূষন উপস্থিত ছিলেন।

ভবিষ্যতে যাতে অবৈধভাবে সীমান্ত লংঘ্নের মত ঘটনা না ঘটে এজন্য বিএসএফ কর্তৃপক্ষের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
 
এসময় শরিরে বাহিনীর পোষা থাকলেও নিরস্ত্র অবস্থা ছিলো বিএসএফ জোয়ান উপ কুমার দাস। 

মন্তব্য ( ০)





  • company_logo