• সমগ্র বাংলা

গোপালপুরে জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন 

  • সমগ্র বাংলা
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৫০:০৪

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (এমপিওভুক্ত স্কুল, মাদরাসা, কলেজ) জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে; সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন টাঙ্গাইলের গোপালপুর বেসরকারী শিক্ষা পরিবার।

এতে বিভিন্ন উচ্চ বিদ্যালয়, মাদরাসা, কলেজের শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে, বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর শাখার সভাপতি শেখ মো. জোবায়েরুল হক, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, মেহেরুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খ. আব্দুল ওয়াদুদ, ভাদুড়ীচর আলিম মাদরাসার সহকারী শিক্ষক মো. গালিছুর রহমান মাছুম , জোত আতাউল্যা দাখিল মাদরাসার সহকারী সুপার আব্দুল মান্নান, আলমনগর দাখিল মাদরাসার সুপার মোঃ আমিনুল ইসলাম মারুফী, বাংলাবাজার ছামাদিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক কেএম শামীম,নলিন নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন আহমেদ, ধোপাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন।

মানববন্ধন শেষে, ইউএনও(ভারপ্রাপ্ত) মো. নাজমুল হাসানের নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

মন্তব্য ( ০)





  • company_logo