ছবিঃ সিএনআই
বিনোদন ডেস্কঃ ভারতের সংগীতের মহানাম নচিকেতা চক্রবর্তীর সাথে এক ই গানে পিজিত দুনিয়াজুড়ে সব বাংগালীদের প্রিয় শিল্পী কলকাতার নচিকেতা চক্রবর্তী,জীবন মুখী গানের জন্য যার দুনিয়া জুড়ে খ্যাতি আছে।
এদিকে বাংলাদেশের তরুন মেধাবী কন্ঠশিল্পী পিজিত মহাজন ছোটবেলা থেকে নচিকেতার গান পছন্দ করেন,অনুসরন করেন,গাইতে ও দেখা যায়।
এবার এপার- ওপার দুদেশের দুই শিল্পী মধ্যবিত্ত শিরোনামের গানে কন্ঠ দিলেন।
গানের কথা সুর করেছেন নচিকেতার আরেক শিষ্য আমিরুল মোমেনীন মানিক।সংগীত করেছেন নাদিম ভূইঁয়া। ভিডিও বানাচ্ছে শেখ সাদী। নির্দেশনায় পি এম রেকর্ডস।
গানটি প্রকাশিত হবে পিজিত মহাজন অফিসিয়ালে খুব সহসা।
শিল্পী পিজিত জানায়,স্বপ্নের মানুষের সাথে একই গানে কন্ঠ দেয়া,এখনো ঘোরের মধেই আছি আমি। দাদা আর আমি স্টুডিওতে ঘন্টার পর ঘন্টা আড্ডা,আমার গান শুনে উনার বার বার প্রসংসা,মনে হচ্ছে সংগীত জীবন সার্থক।
মধ্যবিত্ত মানুষের জীবনের চাপাকান্না কষ্ট গুলো আমরা এই গান চিত্রে তুলে ধরব।
মধ্যবিত্তরা এ সমাজে খুব অসহায়,তারা খেয়ে না খেয়ে হাসিমুখে বেঁচে থাকে,দাদা যেহেতু জীবন মুখী গান গেয়ে সারাজীবন কাটিয়েছে,আমিও চেস্টা করবো দাদার মতই,সমাজের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত গান তৈরী করতে।
নচিকেতা জানান,পিজিত আমার গান নিয়ে গবেষনা করে, আমার অনুরাগী, ভক্ত, আর গানের সাব্জেক্ট সুন্দর। গান টা ভালো হয়েছে,সে চেস্টা করেছে তার সেরাটা।বাকীটা আপনাদের জন্য অপেক্ষায় রইলাম। পিজিত মহাজন অফিসিয়ালের জন্য শুভ কামনা।
নড়াইল প্রতিনিধি: নড়াইলে নব নিযুক্ত এসপি ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন্ধুর হাতে রা...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ...
মন্তব্য ( ০)