ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে সীতাকুন্ডে শীপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে ১২ জন দগ্ধের সংবাদ পাওয়া গেছে।আজ ৭ সেপ্টেম্বর সাড়ে ১১টায় উপজেলার কাসেম জুট মিলস এলাকায় এস,এন কর্পোরেশন নামের শীপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
কুুমরা ফায়ার সার্ভিস দুটি ইউনিট অকুস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন বলে জানান ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা মুহাম্মদ মামুন।
আহতরা হলেন জাহাঙ্গীর (৪৮) আহমদ উল্লাহ(৩৮) কাসেম(৩৯) সাগর (২০) আল- আমীন (২৩) করিম (২১) হাবিব (৩২) বরকত (২৩) আনোয়ার (৫০)রফিক (৩০) ও সাইফু (৩০) এস,এম কর্পোরেশনের ম্যানেজার ওমর ফারুক বলেন,আমরা পরিবেশের নিয়ম সেনেই জাহাজের কাটিং করি। তবে এঘটনা অনাকাংখিত। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চমেক হাসপাতাল সুত্র জানায়,গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ৩৬ নং বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, তাদের শরীরে ৮০- ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।
বিনোদন ডেস্কঃ ভালোবেসে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন ভারতে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বত্রিশ গোপীনাথ জিউর আখড়ায় ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আ...
মন্তব্য ( ০)