• সমগ্র বাংলা

ফুটবল খেলতে গিয়ে দুধকুমার নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা
  • ০৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:০৮:২১

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বল তুলতে গিয়ে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিক্ষার্থীকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট সেতুর নীচে দুধকুমার নদে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহ অধ্যাপক (ইংরেজি) হামিদুল ইসলাম এর ছেলে সিয়াম ও ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সহ অধ্যাপক (ইংরেজি) মাসুদ আল করিম এর ছেলে জাহিন দুধকুমার নদের পাড়ে দুই বন্ধু ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায় তাদের বল নদের পানিতে গিয়ে পড়ে। সেই বল পানি থেকে তুলতে গিয়ে ২ জনেই নদের স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামকে খোঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয় ডুবুরি দল প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo