ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের(২এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় দেশের বিভিন্ন থানার মোবাইল হারানো ও মোবাইল ব্যাংকিংয়ে (বিকাশে,নগদে) ভুলক্রমে চলে যাওয়া টাকার
জিডির কপি সংগ্রহ করে। এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম কর্তৃক উক্ত বিকাশ নম্বর সমূহের পরিচয় সনাক্ত করে মোট চার লক্ষ ষোল হাজার পাঁচশত সত্তর টাকা ও হারানো ৭৪ টি মোবাইল ফোন উদ্ধার করে।
পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়কের নিকট হতে আজ ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিভিন্ন ব্র্রান্ডের ৭৪ টি মোবাইল ফোন, অনলাইন ব্যাংকিং প্রতারণায় চলে যাওয়া ৪,১৬,৫৭০/- (চার লক্ষ ষোল হাজার পাঁচশত সত্তর) টাকা মালিকগণ গ্রহণ করেন এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া ০৯(নয়) জন পুলিশ সদস্য’দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের পুলিশ পরিদর্শক (নিঃ) সাজেদুল ইসলাম, ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (সঃ) আল-আমীন, অপারেশন শাখার ইনচার্জ এসআই মাইকেল বনিক, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ মোঃ পলাশ হোসেন এবং মোবাইল উদ্ধার স্পেশাল টিমের ইনচার্জ কামরুল হাসান ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
বিনোদন ডেস্কঃ ভালোবেসে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন ভারতে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বত্রিশ গোপীনাথ জিউর আখড়ায় ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আ...
মন্তব্য ( ০)