ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশু রোমান (৬) চোর বলায় ক্ষিপ্ত হয়ে ঘাড় মটকে হত্যা করেছে কিশোর আশিকুর রহমানকে (১৪)। এ ঘটনায় পুলিশ কিশোর আশিকুর রহমানকে গ্রেফতার করলে বেরিয়ে আসে হত্যার রহস্য। আশিকুর একই উপজেলার ভাদাই খোলাহাটি গ্রামের মুছা মিয়ার ছেলে। আর নিহত শিশু রোমান মিয়া ওই এলাকার আমিনুর হকের ছেলে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন আদিতমারী থানা পুলিশ। এরপর আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ওই কিশোর । মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে লালমনিরহাট পুলিশ সুপার কনফারেন্স রুমে এক প্রেসব্রিফিং পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শুক্রবার (২৯ মার্চ) শিশু রোমান নিখোঁজের পরদিন শনিবার উপজেলার ভাদাই সেতু বাজার এলাকার একটি তামাক খেত থেকে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় শিশু রোমানের বাবা আমিনুর ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রেস কনফারেন্সে পুলিশ সুপার আরো জানান,এলাকায় একটি ছাগল চুরি করেন কিশোর আশিকুর। আর এ চুরির ঘটনাটি দেখে ফেলেন শিশু রোমান মিয়া। এনিয়ে সালিশি বৈঠকে আশিকুরের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকে আশিকুরকে ছাগলচোরা ছাগলচোরা বলত শিশু রোমান। এরই প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে রোমানকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানানো হয়।
পুলিশ সুপার বলেন, হত্যার পরিকল্পনা অনুযায়ী ওই দিন বিকালে শিশু রোমানকে ডেকে নিয়ে তার সাথে সখ্যতা তৈরি করে খেলাধূলা করতে আশিকুর। এরপর সন্ধ্যার পরে জনৈক মজমুল হকের তামাক খেতে নিয়ে গলাচিপে শ্বাসরোধ করে এবং ঘাড় মটকে হত্যা করে। হত্যার পর তামাক খেতেট দুই সারির মাঝে ড্রেনের মধ্যে কিছু তামাক পাতা এবং মাটি দিয়ে চাপা দিয়ে রাখা হয়। পরে
শনিবার (৩০মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতুবাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করেন পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, গ্রেফতার কিশোর আশিকুরকে যশোর কিশোর শোধনাগারে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক,ওসি মাহমুদ উন নবী প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসা...
অর্থনীতি ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ অ...
স্পোর্টস ডেস্ক: পেপ গার্দিওলা এক দশকেরও বেশি সময় আগে...
বিনোদন ডেস্ক: অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের ...
মন্তব্য ( ০)