ফাইল ছবি
অর্থনীতি ডেস্ক: সাইবার হামলার ভয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট বন্ধ করে রাখা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) ভোর ৪টা থেকে ডিএসই কর্তৃপক্ষ ওয়েবসাইটটি বন্ধ রেখেছে। ফলে ডিএসইর ওয়েবসাইটে এখন প্রবেশ করা যাচ্ছে না।
ডিএসইর দায়িত্বশীলরা জানিয়েছেন, সাইবার হামলার হুমকি রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। লেনদেন শুরু হওয়ার আগে ওয়েবসাইট খুলে দেওয়া হবে।
ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ জাগো নিউজকে বলেন, হ্যাঁ ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। ন্যাশনাল থ্রেট আছে।
আপনারাই বন্ধ করে রাখছেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ। সাইবার থ্রেট আসছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার সময় আমরা জানতে পেরেছি, শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত কাজ করে আমরা বন্ধ রেখেছি। বলা আছে শুক্রবার, শনিবার থ্রেট।
তিনি বলেন, আমাদের মেশিনারিগুলো খুবই দামি। সে জন্য প্রোটেকশনের ব্যবস্থা রাতের বেলাতেই নিয়ে নিয়েছি।
রোববার লেনদেনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা আগে সবকিছু দেখবো। দেখে তারপর সবকিছু করবো।
আগামীকাল কি লেনদেন হবে? এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমরা নিউজের দিকে তাকিয়ে আছি। মানে সরকারের ডিসিশনের দিকে তাকিয়ে আছি। আমার সঙ্গে রিলেটেড ব্যাংক সবাই তাকিয়ে আছে।
তিনি আরও বলেন, আমি যতটুকু জানি আসলে একটা ওয়েবসাইট হ্যাক হয়েছিল। এখন আমাদের যেটা বলা হয়েছে, সেটা করেছি। আবার আমরা ওয়েবসাইট খুলে দেবো। যদি অন্য ধরনের কিছু না হয়, তাহলে ইনশাআল্লাহ আগামীকাল লেনদেন হবে। লেনদেন হলে তার আগেই ওয়েবসাইট খুলে দেওয়া হবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ দৈনিক করতোয়া পত্রিকার কুড়িগ্রাম জেলা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে টিসিবি’র পণ্য...
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিএফজির উদ...
মন্তব্য ( ০)