• অর্থনীতি

বিজয় দিবসের ছুটিতে হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

  • অর্থনীতি
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ১৮:২২:৫১

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ মহান বিজয় দিবসের ছুটিতে আজ সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ইমিগ্রেশনে দুই দেশের যাত্রী পারাপার রয়েছে অন্যান্য দিনের মত স্বাভাবিক। 

হিলি স্থলবন্দরেন আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি -রফতানি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেক বন্দর দিয়ে যথারীতি ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি শুরু করবেন তারা।

এদিকে হিলি ইমিগ্রেশন বিভাগে পাশপোর্টধারি যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo