• খেলাধুলা

টানা জয়ে বার্সার হারানো জায়গা দখল করেছে আতলেতিকো

  • খেলাধুলা
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৫:০৮

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগার সিংহাসন নিয়ে ভালোই লড়াই চলছে। নভেম্বরের শুরুতেও আতলেতিকো মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে ছিল বার্সেলোনা।

কিন্তু সেই চিত্র বদলে গেছে। টানা ব্যর্থতায় পিছিয়ে পড়েছে কাতালান জায়ান্টরা। আর টানা জয়ে বার্সার হারানো জায়গা দখল করেছে আতলেতিকো।

গতকাল শীর্ষস্থান দখলের লড়াইয়ে নামে আতলেতিকো ও বার্সা। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে দর্শকরা মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আলেকসান্দার সরলথের গোলে নাটকীয় ২-১ গোলে জয় তুলে নেয় আতলেতিকো। এ জয়ে মৌসুমে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করল তারা।

প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখায় বার্সেলোনা। পেদ্রির গোলে এগিয়েও যায় তারা। বিরতির পর সমতা টানেন রদ্রিগো দে পল। ৯৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা আলেকসান্দার সরলথ।

লামিনে ইয়ামালকে ছাড়া আত্মবিশ্বাসী শুরু করা বার্সেলোনা প্রথম ভালো সুযোগ পায় চতুর্থ মিনিটে। বক্সের ভেতর থেকে রাফিনিয়ার শট ঠেকিয়ে দেন আতলেতিকোর এক ডিফেন্ডার। একটু পর ফের্মিন লোপেসের ক্রসে রবের্ত লেভানদোভস্কির হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

প্রথম ১৫ মিনিটে ৭০ শতাংশ পজেশন ধরে রেখে প্রতিপক্ষের বক্সে ১৩ বার বল স্পর্শ করে বার্সেলোনা। এই সময়ে বল নিয়ে স্বাগতিকদের বক্সে ঢুকতেই পারেনি আতলেতিকো। ২১তম মিনিটে আতলেতিকোর বক্সে গিলানো সিমেওনের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে বার্সেলোনা। তবে রেফারির সাড়া মেলেনি। ভিএআরেও বদলায়নি সিদ্ধান্ত।

পরের মিনিটে ইনিগো মার্তিনেসের শট ঠেকান আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক। ২৬তম মিনিটে রাফিনিয়ার ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি গাভি। আক্রমণে আধিপত্য ধরে রেখে ৩০তম মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। গাভিকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন পেদ্রি। ফিরতি বল পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান ২২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার। এবারের লিগে পেদ্রির গোল হলো ৪টি। ।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পায় বার্সেলোনা। আলগা বল পেয়ে পেদ্রি বক্সে খুঁজে নেন ফের্মিনকে। ওয়ান-অন-ওয়ানে এই মিডফিল্ডারের শট পা দিয়ে ঠেকান ওবলাক। ৫৭তম মিনিটে অল্পের জন্য দ্বিতীয় গোল পায়নি বার্সেলোনা। ওবলাকের ওপর দিয়ে রাফিনিয়ার চিপ শট ক্রসবারে লাগে।

উল্টো দুই মিনিট পরই পাল্টা আক্রমণে সমতা ফেরায় আতলেতিকো। বক্সে হুলিয়ান আলভারেসের পাস ব্যাক-হিল ফ্লিকে ক্লিয়ারের চেষ্টায় পারেননি বার্সেলোনার মার্ক কাসাদো। বক্সের বাইরে থেকে শটে জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার দে পল। ৭৬তম মিনিটে দারুণ সুযোগ হারান লেভানদোভস্কি। সতীর্থের ক্রস দূরের পোস্টে পেয়ে ফেররান তরেস বল দেন ছয় গজ বক্সে, কিন্তু ঠিকমতো শট নিতে পারেননি পোলিশ স্ট্রাইকার।

পরের মিনিটে সুযোগ পেয়ে যায় আতলেতিকো। কাছ থেকে পাবলোর শট পা দিয়ে ফিরিয়ে বার্সেলোনাকে রক্ষা করেন গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া। ৮৬তম মিনিটে দুরূহ কোণ থেকে রাফিনিয়ার শট ব্যর্থ করে দেন ওবলাক।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বার্সেলোনার সমর্থকদের স্তব্ধ করে দেন সরলথ। ডান দিক থেকে নাহুয়েল মোলিনার পাস ফাঁকি দেয় বার্সেলোনার দুই খেলোয়াড়কে। প্রথম স্পর্শে বল জালে পাঠান ৭৩তম মিনিটে বদলি নামা সরলথ। স্তব্ধ হয়ে যায় গ্যালারি। মাটিতে লুটিয়ে নিজেদের হতাশাই জানান দিচ্ছিলেন বার্সা ফুটবলাররা।

২০০৬ সালের পর এই প্রথম বার্সেলোনার মাঠে লিগ ম্যাচ জিতল মাদ্রিদের দলটি। মাঝে জয়হীন ছিল তারা ১৮ ম্যাচে (৫ ড্র, ১৩ হার)। বার্সেলোনার মাঠ দুর্গ হয়ে উঠেছিল আতলেতিকোর জন্য। ২০০৬ সালের পর সেখানে অ্যাওয়ে কোনো ম্যাচ জেতেনি তারা। ১৮ বছর পর সেই দুর্গ জয় করে লা লিগার পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে এল ডিয়েগো সিমিওনির। ১৮ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪১। ১৯ ম্যাচে বার্সার সংগ্রহ ৩৮ পয়েন্ট আর ১৭ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৭।

মন্তব্য ( ০)





  • company_logo