ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ বিজয় দিবসের সকালে জয় এনে দিয়েছে বাংলাদেশ পুরুষ জাতীয় দল। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও জয় পেয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ২৮ রানে হারিয়েছে যুবা টাইগ্রেসরা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ। ২৫ বলে ১ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৩১ রান করেন সাদিয়া আক্তার। এছাড়া আফিয়া আশিমা ২৫ ও সুমাইয়া আক্তারের ব্যাট থেকে আসে ২৪ রান। মালয়েশিয়ার হয়ে চারটি উইকেট নেন রাশমিকা সিয়ান্দি।
রান তাড়ায় নেমে শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলে ২ উইকেটে ৪৭ রান। কিন্তু শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৯৪ রানের বেশি যেতে পারেনি তারা। অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ১২ রানে ও নিশিতা আক্তার ১৬ রানে ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন নিশিতা।
এদিকে পরের ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় সদ্যপ্রসূত এক নবজা...
দিনাজপুর প্রতিনিধিঃ মহা সড়কে হেলেদুলে ( ডাকিং) বাইক চালান...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থা...
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে...
মন্তব্য ( ০)