• খেলাধুলা

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে বাধা নেই তানজিম সাকিবের

  • খেলাধুলা
  • ১৮ নভেম্বর, ২০২৪ ২০:৪০:৫১

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ছিলেন না ইনজুরির কারণে। তবে তানজিম হাসান সাকিবের অপেক্ষাটা লম্বা সময়ের জন্য হচ্ছে না।

সোমবার এক ফিটনেস টেস্টে পাস করার পর এখন আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে বাধা নেই তার।  

সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশে নিয়মিত মুখ তিনি। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের প্রস্তুতির সময় ঘাড়ে আঘাত পান তিনি। কিন্তু ওই চোট কাটিয়ে ক্রিকেটে ফিরতে তৈরি হয় সাকিব, এমন কথা ক্রিকবাজকে জানিয়েছেন জাতীয় দলের এক নির্বাচক।

তিনি বলেন, ‘সে (তানজিম সাকিব) ফিটনেস পরীক্ষায় পাস করেছে। এটা আমাদের জন্য অনেকটা স্বস্তির, যেহেতু সে আমাদের সাদা বলের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। আমরা তাকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে মিস করেছি। কিন্তু একই সঙ্গে, অন্য পেসাররা ভালো পারফরর্ম করেছে। প্রতিদ্বন্দ্বিতাটা এই মুহূর্তে অনেক। কিন্তু আমি জানি তানজিম তার জায়গা ফিরে পেতে সেরাটা দেবে। ’

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এরপর তারা স্বাগতিকদের বিপক্ষে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। বিসিবির মেডিকেল বিভাগের ছাড়পত্র পাওয়ায় এই সিরিজে খেলতে তার বাধা নেই।

এছাড়া এবারের গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সেের হয়েও খেলার কথা রয়েছে তার। ২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এতে পাঁচ দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে।

মন্তব্য ( ০)





  • company_logo