ছবিঃ সিএনআই
স্পোর্টস ডেস্কঃ টেস্ট সিরিজের ইতি ঘটেছে সমতায়। এরপর ওয়ানডেতে বাংলাদেশ হয়েছে হোয়াইটওয়াশ। এবার লড়াই টি-টোয়েন্টিতে। এই ফরম্যাটে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। এখন অবধি তাদের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে জয় কেবল ৫টি।
তবে শক্তিমত্তার বিচারে যেতে চান না বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগে টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু কিংসটাউনে খেলেছেন তিনি রংপুর রাইডার্সের হয়ে। ওই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। সঙ্গে বিশ্বাস, বাংলাদেশ দল হিসেবে খেলতে পারলে সহজেই হারানো সম্ভব ক্যারিবীয়দের।
তিনি বলেন, ‘প্রথমত আমি কিছুদিন আগে এসেছি এখানে। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছি। কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে। আমার জন্য একটা ভালো সুযোগ ছিল, ওখানে ভালো টুর্নামেন্ট গেছে। পরশু থেকে আমাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। ’
‘কারা বড় দল, কারো ছোট দল তার চেয়ে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার বা ৪০ ওভার ভালো খেলবে মাঠে। এটার জন্য আমরা যেন তিনটা দিকেই ভালো করতে পারি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, দল হিসেবে ভালো খেলতে পারি। আমরা আশা করি তাদেরকে আরামসে হারাতে পারবো। তারা টি-টোয়েন্টি ভালো দল ওটার থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা দিতে পারলে ম্যাচ জিততে পারবো। ’
এতদিন ধরে বাংলাদেশের জন্য শক্তির জায়গা ছিল ওয়ানডে ফরম্যাট। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে বোলাররা ভালো করতে না পারলেও টি-টোয়েন্টিতে তারা ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস সৌম্যর।
তিনি বলেন, ‘ওয়ানডেতে আমরা বরাবর ভালো খেলে এসেছিলাম। কিন্তু শেষ দুয়েকটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যে একটা ভালো দিক, ব্যাটাররা অন্তত ৩০০ রান করছি। আমাদের বোলাররা সবসময় ভালো করে আসছিল। ’
‘এই সিরিজে হয়তো কিছুটা ভুগেছে, আশা করি তারা টি-টোয়েন্টিতে কামব্যাক করবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই; যেহেতু আমরা ওয়ানডেতে তিনশ রান করেছি। এখানে যদি সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে ব্যাটার ও বোলাররা মিলে ভালো সিরিজ যাবে। ’
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় নবজাতক উদ্ধারের ঘট...
পবিপ্রবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলাদেশ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় সদ্যপ্রসূত এক নবজা...
মন্তব্য ( ০)