• সমগ্র বাংলা

এক পাঙ্গাশের দাম ২৭ হাজার টাকা!

  • সমগ্র বাংলা
  • ৩০ জুন, ২০২১ ১৭:১০:৩৯

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২১ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মাছটি ২৭ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়েছে। 

বুধবার (৩০ জুন) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে চরদৌলতদিয়া এলাকায় জেলে ওমর হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটিকে তিনি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে যান। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। 
 
দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী কেসমত মোল্লার আড়ৎ থেকে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ২৫০ টাকা দিয়ে কেনেন। এরপর মাছটিকে তিনি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় টাঙ্গাইলের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। 

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় এখন বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়েছে।

মন্তব্য ( ১)





image
  • company_logo