• সমগ্র বাংলা

সাতকানিয়ায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের সারোয়ার বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকাল ৫টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু।

তিনি বলেন, “বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়। তবে রাষ্ট্রের আর্থিক ক্ষতি যাতে না হয় এবং আসন্ন জাতীয় নির্বাচন যেন নিরপেক্ষ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়—সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি, জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদের গণভোট সম্পন্ন করা হোক।”

তিনি আরও বলেন, “যারা চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তারা জুলাই সনদের গণভোট আগে আয়োজন করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, যাতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হয় বা বন্ধ হয়ে যায়। কিন্তু জাতি তাদের এই ভয়ংকর ষড়যন্ত্র রুখে দেবে। ভারতের কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়িত হতে পারবে না। বাংলাদেশ স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন— পৌর বিএনপি নেতা নুরুল আফসার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রহিম, আমিলাইশ বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম মেম্বার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল হোসেন, আবুল কাশেম, বাদশা, রাজা মিয়া, মুসা, আরমান, ও আমির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





  • company_logo