ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ছিনতাই কারীরা সবকিছু লুট করে ট্রেন থেকে ফেলে দেয় শিহাব নামের এক যুবককে। পরে সেখানে অচেতন আহতাবস্থায় পরে থাকা যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা ও শেষে পরিবারের কাছে পৌছে দিয়েছেন পাবনার চাটমোহর মূলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি হোসাইন ও তার সহযোগিরা।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধার পরে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিহাবের বাসা চাপাইনবয়াবগঞ্জ জেলায়। সে একটি চাকুরীর ইন্টারভিউ দিতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।
রাজশাহী-ঢাকা রেলপথের পাবনার চাটমোহর রেলস্টেশনের অদূরে রেললাইনের পাশে অচেতন অবস্থায় পরে থাকা যুবককে উদ্ধার করে পরিবারের কাছে পৌছে দেওয়ার এমন ঘটনায় এলাকার মানুষের প্রশংসা পাচ্ছেন তিনি।
ছাত্রদল নেতা রনি হোসাইন জানান, শুক্রবার সন্ধ্যার পরে আমাদের গ্রামের ঈদগাহের পাশে ট্রেন থেকে পরে আহত একজন ব্যক্তির সন্ধান জানতে পারি। এসময় আমি চাটমোহর থানা বাজারে ছিলাম। তখন আমি এলাকায় ফোন করে আমার কিছু কাছের লোকদের দিয়ে আহত যুবককে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে সেখানে চিকিৎসার ব্যবস্থা করি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে বলেন। এর মধ্যে আমি তার পরিবারের সাথে যোগাযোগ করি এবং রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসার ব্যবস্থা করে পরিবারের পরিবারের সদস্যরা আসলে তাদের কাছে তাদের সন্তান কে বুঝিয়ে দিয়ে আমরা বাড়িতে চলে আসি। আমি বাড়িতে ফেরার মূহুর্তে আহত শিহাবের মা কান্নায় ভেঙে পড়েন। সে তার ছেলেকে পেয়ে আমাদের জন্য দোয়া করেন।
আজ সকালে আমি সেই ছেলের পরিবারের কাছে খোঁজ খবর নিয়েছি, জেনেছি তাদের সন্তান এখন ভাল আছে।
তিনি আরো বলেন, এখানে আমি যা করেছি এটা আমার দায়িত্ব বা কর্তব্য ছিল। অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের ঈমানী দায়িত্ব।
এ ঘটনায় মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা বলেন, বিষয়টি আমি শুনেছি। আমাদের ছাত্রদল নেতা রনি যেটা করেছে সেটা সত্যিই প্রশংসার দাবী রাখে। সে খুব ভাল ও একজন সাংগঠনিক ছেলে।
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের সেউজগাড়ীতে হাবিবুর রহমান খোকন হ...
গাজীপুর প্রতিনিধি : তিন দশকের শিক্ষকতা শেষে বিদায় নিলেন বরাই...
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে ইউ...
দোহার (ঢাকা) প্রতিনিধি: “সাম্য ও সমতা...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে এক গৃহবধূর ওপর পিস্তল ঠেকিয়...

মন্তব্য (০)