ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের সেউজগাড়ীতে হাবিবুর রহমান খোকন হত্যাকাণ্ডের ঘটনায় ৪দিন পর মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে নিহতের স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে মোট ২৫ জনকে।এদের মধ্যে ১৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাত রাখা হয়েছে ৮জন।
শনিবার মামলা দায়েরের তথ্যটি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন মুন্না, ছামিউল, রকি, সিয়াম, সাগর, ধলা, মেহেদী, কাকন, মহিন, শাহিন, শাওন ও রাফিদ। এদের বাড়ি শহরের সেউজগাড়ী, রেলওয়ে কলোনি ও কৈচর এলাকায়।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে খোকন ও তার বন্ধু বাঁধন মোটরসাইকেলে করে সাবেক ছাত্রদল নেতা পাভেলকে দেখতে সেউজগাড়ী পালপাড়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীদের একটি দল তাদের ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যে রামদা ও হাসুয়া দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি কোপানো হয়। মাথা, হাত, পা, শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে খোকন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খোকন ও বাঁধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।
নিহত হাবিবুর রহমান খোকন মালতিনগর দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি পেশায় রেন্ট-এ-কার ব্যবসায়ী ছিলেন এবং বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ড যুবদলের একজন সক্রিয় সদস্য ছিলেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, খোকন হত্যাকাণ্ডে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামা...
নড়াইল প্রতিনিধি : সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্...
মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলমান ...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী জংশন ও বাইপাস রেল স্টেশনে ব...
চট্টগ্রাম প্রতিনিধি : চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্টাত...

মন্তব্য (০)