• সমগ্র বাংলা

ঝিনাইদহে জামায়াত কার্যালয় থেকে অনুদানের সার ও বীজ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামী অফিস থেকে সরকারী প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার মধ্যরাতে খবর পেয়ে ৮ প্যাকেট সরিষার বীজ, ৪ বস্তা ডিএপি সার, ৪ বস্তা পটাশ, ১ বস্তা এমওপি সার এবং ১৯ কেজি মসুর বীজসহ কৃষিপণ্য উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী মঞ্জুরুল ইসলাম জোয়ারদার জানান, শুক্রবার রাতে জামায়াতের সাইনবোর্ড লাগানো অফিসে সরকারী সার ও বীজের মজুদ দেখতে পেয়ে স্থানীয় জনতা সেখানে ভিড় জমায়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. জুনায়েদ হাবীব ও সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ। তারা ইউনিয়ন জামায়াত কার্যালয়ে গিয়ে সার ও বীজের মজুদ দেখতে পান এবং উদ্ধার করে রাতেই ঝিনাইদহে নিয়ে আসেন। উপস্থিত জনতার অভিযোগ সাধারন কৃষকরা তাদের জন্য বরাদ্দ করা সার,বীজ জামাত নেতারা চুরি করেছে তাদের বিচারের দাবি জানিয়ে স্লোগান দেন চোর চোর জামাত নেতা সার চোর,চোর চোর জামাত নেতা বীজ চোর। এলাকাবাসি চুরির দায়ে জামাত নেতার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি মিঠু, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, কৃষক নাসির মণ্ডল, স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী, পাতা জোয়ারদার, আলম লস্কর ও ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মনোয়ারা খাতুন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজলোর অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব বলেন, “কৃষকের জন্য বরাদ্দকৃত সার বা বীজ রাজনৈতিক কার্যালয়ে মজুদ রাখার কোনো নিয়ম নেই। এটি স্পষ্ট অনিয়ম।” তিনি বলেন, সার ও বীজ কার জন্য বরাদ্দ ছিল তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, দলীয় অফিসে সরকারী বীজ ও সার রাখার নিয়ম যদি থাকে তবে সমস্যা নেই। আর যদি না থাকে তবে কৃষি বিভাগকে আইনগত ব্যবস্থা নিতে হবে। বিষয়টি তিনি কৃষি বিভাগকে জানিয়েছি।

তিনি আরো বলেন, জামাতের নেতারা লেবাজধারী ধর্ম ব্যবসায়ী তারা লেবাজের আড়ালে সব রকমের দূর্নীতির সাথে জড়িত থাকেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান বলেন, এই সারগুলো বিতরণ করতে করতে রাত হয়ে গিয়েছিল। যার কারণে অফিসে রাখা হয়েছিল। শনিবার সেগুলো বিতরণের কথা ছিল। কিন্তু তার আগেই রাজনৈতিক প্রতিপক্ষরা কৃষি বিভাগকে অবহিত করে এ ধরনের সার উদ্ধারের কথা মিডিয়ায় প্রচার করছে।

মন্তব্য (০)





image

মেলান্দহ-মাদারগঞ্জের মানুষের চাহিদার জন্য বিএনপির মনোনয়ন ...

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামা...

image

নড়াইলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

নড়াইল প্রতিনিধি : সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্...

image

মাগুরায় সাংবাদিকদের কাবাডি তুফান, প্রতিপক্ষকে উড়িয়ে সে...

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলমান ...

image

ঈশ্বরদী-ঢাকা নতুন আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী জংশন ও বাইপাস রেল স্টেশনে ব...

image

সাংবাদিকের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল

চট্টগ্রাম প্রতিনিধি : চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্টাত...

  • company_logo