ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
বক্তারা বলেন— “সমবায়ের মাধ্যমে সমাজে অর্থনৈতিক সাম্য ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। সমবায় সংগঠন গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে।”
তারা আরও বলেন, “সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, এটি মানুষের পারস্পরিক সহযোগিতা, আস্থা ও ঐক্যের প্রতীক। সমবায় আন্দোলন শক্তিশালী হলে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব।”
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের সেউজগাড়ীতে হাবিবুর রহমান খোকন হ...
গাজীপুর প্রতিনিধি : তিন দশকের শিক্ষকতা শেষে বিদায় নিলেন বরাই...
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে ইউ...
দোহার (ঢাকা) প্রতিনিধি: “সাম্য ও সমতা...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে এক গৃহবধূর ওপর পিস্তল ঠেকিয়...

মন্তব্য (০)