
ছবিঃ সংগৃহীত
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম।
রোববার (৫ অক্টোবর) কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাটে দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। একই সঙ্গে দুই নারীও নিহত হন।
স্থানীয়রা জানান, ওই সময় রাশেদুলসহ তিনজন কুমিল্লার উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য ভবানীপুর ঘাটে অপেক্ষা করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। নিহত নারীদের বাড়ি নালা দক্ষিণ গ্রামে, আর অপরজন শিক্ষার্থী রাশেদুলের বাড়ি দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।
রাশেদুল ইসলাম ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি কুমিল্লা স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রাশেদের সহপাঠীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, “এত অল্প বয়সে একজন বন্ধুকে হারানো সত্যিই অসহনীয়।”
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ই...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের ...
Gopalpur (Tangail) Correspondent:
A shining star of Gopalpur’s e...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাই...
লালমনিরহাট প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়ে...
মন্তব্য (০)