
ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধিঃ আকস্মিক ঝড়ে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। হঠাৎ আসা এই ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন বহু পরিবার।
রবিবার সকালের দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর গ্রামে এ ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরে চলমান ভারী বৃষ্টির মধ্যেই আকস্মিক ঘূর্ণিঝড়ে আধাপাকা ও টিনশেড ঘরবাড়ি মুহূর্তেই ভেঙে পড়ে। এতে টিন ও ইটের আঘাতে বাদশা মিয়া (৪০), মামুদ আলী (৬৫) ও শহিদুল ইসলাম (৪৬) আহত হন। আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আজিজার রহমান জানান, মাঝারি বৃষ্টির মধ্যেই হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। মুহূর্তেই ঘরবাড়ি ও দোকানপাট উড়ে যায়।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ইতোমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির খবর নেয়া হয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করে দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ই...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের ...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বজ্রপাতে মৃত...
Gopalpur (Tangail) Correspondent:
A shining star of Gopalpur’s e...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাই...
মন্তব্য (০)