• সমগ্র বাংলা

গোপালপুরের হাজারো শিক্ষকের শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী আর নেই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরের শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, গোপালপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী আর নেই।

রবিবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে, তিনি গোপালপুর পৌরসভার ডুবাইল এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী ছিলেন গোপালপুর সরকারি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, এবং সুজন – সুশাসনের জন্য নাগরিক (গোপালপুর উপজেলা কমিটি)-এর সভাপতি। শিক্ষা, সমাজসেবা ও সংস্কৃতি অঙ্গনে তাঁর অবদান গোপালপুরবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে গোপালপুরের শিক্ষা পরিবার ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছে। সুজন–সুশাসনের জন্য নাগরিক, গোপালপুর উপজেলা কমিটির পক্ষ থেকে শোকবার্তায় বলা হয়।

“অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী ছিলেন গোপালপুরের হাজারো শিক্ষকের প্রেরণার উৎস। তাঁর মৃত্যুতে আমরা এক আলোকিত মানুষকে হারালাম। 

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবসেই এই বরেণ্য শিক্ষকের মহাপ্রয়াণ গোটা শিক্ষা সমাজকে আরও শোকাহত করেছে। তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মন্তব্য (০)





  • company_logo