• সমগ্র বাংলা

টিফিনের টাকায় গাছের চারা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় টিফিনের টাকায় গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। রবিবার (৫ অক্টোবর) দুপুরে বরুড়া থানা রোড এলাকায় সংগঠনটির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে পথচারীদের হাতে ৫০টি গাছের চারা তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, দেবিদ্বার শাখার সভাপতি ইয়াছিন মুন্সী, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সদস্য সাদমান তাসিন, শামিম ও শিহাব।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, “আমাদের সব সদস্যই শিক্ষার্থী। আমরা টিফিনের টাকা বাঁচিয়ে সারা দেশে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে গাছের চারা বিতরণ করছি। এবছর আমাদের লক্ষ্য ৫০ হাজার গাছের চারা বিতরণ করা।”

মন্তব্য (০)





  • company_logo