
ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এতে লালমনিরহাটের নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে পানি নিরাপদে সরানোর জন্য।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২'২৫ যা বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৫ অক্টোবর সকাল ৯টা থেকে ৬ অক্টোবর সকাল ৯টার মধ্যে দেশের অভ্যন্তরে ও উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, কয়েক দিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে। তিস্তাপাড় ও নিম্নাঞ্চলের লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ই...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের ...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বজ্রপাতে মৃত...
Gopalpur (Tangail) Correspondent:
A shining star of Gopalpur’s e...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাই...
মন্তব্য (০)