
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে মেধাভিত্তিক কুইজ প্রতিযোগিতা, মাদক বিরোধী ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা ছাত্রদলের সদস্য তারেকুল ইসলাম পিন্টুর নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে মঙ্গলবার কলেজ প্রাঙ্গনে এই কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছ তুলে দেয়া হয়। এর আগে কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়।
এমন ব্যতিক্রমী কর্মসূচি বিষয়ে তারেকুল ইসলাম পিন্টু জানান দিন যতই যাচ্ছে ততই মফস্বল এলাকার শিক্ষার্থীরা নিজের পাঠ্য বইয়ের বাহিরে বিভিন্ন বিষয়ের বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে। ফলে বর্তমান প্রতিযোগিতা মূলক চাকরীর বাজারে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছে না। নিজের পাঠ্য বইয়ের বাহিরেও যে বিভিন্ন বিষয়ের অনেক বই পড়া অত্যন্ত জরুরী সেই প্রয়োজনীয়তার বিষয়ে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সচেতন করতেই মূলত এমন উদ্যোগ গ্রহণ করা। এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের আইকিউ কতটুকু শক্তিশালী তা সহজেই বুঝতে পারবে। যাদের আইকিউ দুর্বল তারা অবশ্যই নিজের পাঠ্যবইয়ের বাহিরে বিভিন্ন বিষয়ের উপর বই পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে। আর সেই আগ্রহকে আরো গতিশীল করতেই কর্মসূচির প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আবাদপুকুর মহাবিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাভিত্তিক এই কুইজ প্রতিযোগিতা শুরু করলাম। আগামীতে উপজেলার অন্যান্য মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এমন কার্যক্রম চলমান রাখবো।
এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক সেকেন্দার আলী, অন্যান্য শিক্ষকবৃন্দ, কলেজের শিক্ষার্থী, উপজেলা ছাত্রদলের সদস্য জাকারিয়া প্রাং, কালিগ্রাম ইউপি ছাত্রদলের সম্পাদক রনি, একডালা ইউপি ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসিফ, রায়হান, আশিক, ইমরান, ইদ্রিস প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট দশজন বিজয়ীকে পুরস্কার ও গাছ উপহার দেওয়া হয়।
ফরিদপুর প্রতিনিধিঃ আগামী ১৫ মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক...
গাজীপুর প্রতিনিধিঃ ১৫ মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাস্পেইন উপল...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শরিফুল ইস...
ঠাকুরগাঁও প্রতিনিধি:দাবী মোদের একটাই ইসি'র অধীনে NID চাই জাতীয় পরিচয়পত্র ...
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় গাবতলী উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও কাগইল...
মন্তব্য (০)