• সমগ্র বাংলা

পতিত স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পতিত আওয়ামী স্বৈরাচারের খুনি সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সাতকানিয়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পতিত আওয়ামী স্বৈরাচারের খুনি ও সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক বিচারের দাবীতে (১২ মার্চ) বুধবার বিকাল ২ টায় সাতকানিয়া পৌরসদরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আবু নাছের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, জেলা মজলিসে শুরা সদস্য এম. ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ  তারেক হোছাঈন, পৌরসভার নায়েবে আমীর  মুহাম্মদ শাহ আলম,উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আবু তাহের,পৌর সদর  এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৬ বৎসরের আওয়ামী স্বৈরাচারের দূ:শাসনে জনগণ অতিষ্ঠ ছিল। ৫ আগষ্ট ছাত্র -জনতার বিপ্লবের পর বিভিন্ন অপরাধে অভিযুক্ত সুনির্দিষ্ট আসামীদের বিরুদ্ধে মামলা হলেও গ্রেফতার করা হয়নি। প্রশাসনের নির্লিপ্ততার কারণে আওয়ামী সন্ত্রাসীরা আজ খুনের নেশায় মেতে উঠেছে, যা সুস্পষ্ট। প্রশাসনের এহেন নির্লিপ্ততা সাতকানিয়াবাসী কিছুতেই মেনে নেবে না। সম্প্রতি বাংলাদেশের আলোচিত সাতকানিয়ার দু'হত্যাকান্ড বিচারবহির্ভূত ও আওয়ামী নেতা মানিক বাহিনী কর্তৃক সংঘটিত হয়েছে, যা মিডিয়ায় প্রকাশিত। কিন্তু প্রশাসন উচ্চ পর্যায়ের দায়িত্বশীলরা তদন্ত বিহীন বিভিন্ন মন্তব্য করে খুনীদের দায়মুক্ত করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এ হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দোষীদের শাস্তি ও বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনের শাসন ও ন্যায় বিচারে বিশ্বাসী।সমাবেশে বক্তারা প্রশাসনকে জনগণের পক্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করে  দ্রুত আইন শৃংখলা পরিস্থিতি উন্নতি করার আহবান জানান। 

উল্লেখ্য, সাতকানিয়া উপজেলা থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডলুব্রীজ এলাকায় গিয়ে সমাপ্ত হয়।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট ...

image

নওগাঁয় বিএনপির নেতার ব্যাগে গাঁজা, হাতে মোবাইল ডিবির অভিয...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দ...

image

রংপুরে সাবেক এমপি ও আ,লীগ নেতার বাড়িতে চাকরি প্রার্থীদের ...

রংপুর বুর‍্যো : 

‎উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎপ...

image

জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য...

  • company_logo