ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কাঁচপুর বালুর মাঠে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে মঞ্চ প্রস্তুত হয়েছে।
রবিবার সন্ধায় সভাস্থল কাঁচপুর বালুর মাঠ গিয়ে দেখা যায়,পুরো মাঠকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেঁয়ে গেছে পুরো এলাকা। সকাল থেকেই নেতাকর্মীরা দলে-দলে এসে জড়ো হতে শুরু করেছেন।
দলীয় সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ১১টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশস্থলে রাত ১১টা৪০ মিনিটে তারেক রহমান আসার কথা রয়েছে। জনসভা গড়াতে পারে গভীর রাত পর্যন্ত।
অন্যদিকে, জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের আসতে সময় লাগতে পারে। সে অনুযায়ী মাঠে আলোর ব্যবস্থা, শব্দযন্ত্র এবং নিরাপত্তা প্রস্তুত রাখা হয়েছে।
বিএনপির স্থানীয় নেতারা বলছেন, এবারের জনসভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও হবে চোখে পড়ার মতো। বিশেষ করে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই এটিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহনকারী সমাবেশ হিসেবে দেখছেন।
সন্ধ্যার পর থেকেই জনসভাস্থলে মানুষের ঢল নামতে শুরু করেছে।
মাঠের আশপাশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং শৃঙ্খলা বজায় রাখতে আলাদা টিম কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাবনা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ১৮ দিন বাকি।...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরা...
নীলফামারী প্রতিনিধি :পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা ক...
গাজীপুর প্রতিনিধি : গান আর করতালিতে ভরে উঠেছিল পূজামণ্ডপের মঞ্চ। নেতাকর্...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে...

মন্তব্য (০)