• সমগ্র বাংলা

ফরিদপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ আগামী ১৫ মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ফরিদপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

 বৃহস্পতিবার (১৩ মার্চ)  বেলা সাড়ে ১২ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোঃ মাহমুদুল হাসান জানান,  দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে আগামী ১৫ মার্চ ১দিনের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কে সফল করতে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন। 

শিশুদের ভিটামিন এ'র অভাবে রাতকানা রোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে এর গুরুত্ব অপরিসীম। ঐদিন সকাল থেকে বিকাল পর্যন্ত লাল ও নীল রঙের দুই রকমের ক্যাপসুল ছয় মাস বয়সী  থেকে পাঁচ বছর বয়সী শিশুদের কে খাওয়ানো হবে।

জেলার ৯টি উপজেলার ৬টি পৌরসভা ও ৭৯টি ইউনিয়নসহ মোট ১হাজার ৯শ ৪৪টি কেন্দ্রে শিশুদের মাঝে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল।

মন্তব্য (০)





  • company_logo