ছবিঃ সিএনআই
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বলপ্রয়োগে নয়, ব্যালট পেপারের মাধ্যমে স্বাধীনতার পরাশক্তি জামায়াতকে ভোটের মাঠে প্রতিহত করার ঘোষনা দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। বৃহষ্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রায় এক যুগ পর যুবদলের আনুষ্ঠানিক এ কর্মীসভায় ১৪টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়।
কলাকোপা পুকুরপাড়ে যুবদল নেতা পবন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সহসভাপতি আব্দুল ওয়াহিদ, আবু শফিক মাসুদ খন্দকার, ঢাকা জেলা যুবদলের জেষ্ঠ্য সহসভাপতি আবুল হাশেম বেপারী, সাবেক ভিপি এম রহমান আকবর, মোক্তার হোসেন, সোহেল মাহমুদ, মোজাহিদ খান প্রমুখ।
সভায় বিএনপি প্রার্থী আশফাক বলেন, যুবদলের নেতাকর্মীরা বিগত ১৭ বছর সবচেয়ে বেশী হামলা মামলার শিকার হয়েছে। তাঁদের কাজ এখনো শেষ হয়নি। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমেই তাঁরা আরো দায়িত্বশীল ও পরীক্ষিত হয়ে উঠবেন।
তিনি আরো বলেন, যুবদল কারো সাথে যাতে পেশীশক্তির আচরণ না করে। জনগণকে ভালোবেসে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। এসময় জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বলেন, বলপ্রয়োগ বা শক্তি দিয়ে নয়, মানুষের আস্থা অর্জন করে ভোটের মাধ্যমে দেশবিরোধী শক্তিকে মোকাবেলা করতে হবে।
আশফাক এসময় যুব নেতাদের বলেন, পোষ্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন শুরু হয়েছে। আপনারা এলাকার সকল আত্মীয় স্বজন ও বন্ধুমহলকে ফোনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসাহিত করতে কাজ করুন। শেষে অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবাইকে দোয়ার আহবান জানান।
বেনাপোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সাম...
লালমনিরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী আবারও উত্ত...
জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

মন্তব্য (০)