ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা গরেয়া ইউনিয়নের আরাজি ডাঙ্গীপুকুর গ্রামেন বাপের রেখে যাওয়া জমির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল সাত বোনের দ্বন্দ্ব ও তোরজোর।
অবশেষে নিজেদের ন্যায্য অংশ বুঝে নিতে তারা একজোট হয়ে মঙ্গলবার দুপুর ওই জমিতে প্রবেশ করে দখল নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃতঃ সিরফত আলী শেখ এর দুই ছেলে ও সাত মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। ছেলেরা জমির পুরোটা নিজেদের নামে রাখার চেষ্টা করলে সাত বোন একাধিকবার সালিশ-বিচার ডাকলেও সুরাহা হয়নি। অবশেষে পরিস্থিতি জটিল হওয়ায় বোনেরা একত্রিত হয়ে জমির ওপর দখল প্রতিষ্ঠা করেন।
তাদের জমি মোট ১০/১২ ভিগা প্রায় কম না হলে বেশি হতে পারে।বোনরা তাদের নেয্য জমি হিসেবে ১৮ শতক জমি দখল করেন সাত বোনের নাম হলো ১। খাতিজা (৮০) ২।মনোয়ারা (৭৫) ৩।সাহেদা (৭০)৪।কুলছুম (৬৫)৫।ফাতেমা (৫৮)৬।রহিমা (৫৬)৭।নাসিমা (৫৪) উভয়ের পিতা মৃতঃ সিরফত আলী শেখ। ভাই হলো রহিমদ্দিন, সমির উদ্দিন। উভয়ের পিতা মৃত সিরফত আলী শেখ।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে শান্ত করার চেষ্টা করেন। তবে বোনেরা জানান, বাবা মারা যাওয়ার পর থেকে তারা বারবার ভাগ চাইলেও কেউ গুরুত্ব দেয়নি। তাই বাধ্য হয়েই তারা জমিতে দখল নিয়েছেন।
এবিষয়ে জমির মালিক রহিমদ্দিন কে মুঠো ফনে কথা বললে তিনি বলেন তারা কোন জমি পাবে না।দখল করেছে আমার জমি।তারা কোন জমি পাবে না।
এদিকে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষই আইনি ব্যবস্থায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে সড়ক থেকে মিলন হোসেন (৪০) ন...
ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছর বয়সী জায়ান...
নবাবগঞ্জ প্রতিনিধি : নবাবগঞ্জ মানবতায় রক্তাদান সংগঠনের বর্ষপূর্তি ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় গ্রীন বায়োটেকনোলজি কারখানায় ...

মন্তব্য (০)