• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে উচাখিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া এ ক্যাম্পে ভোর থেকেই ভিড় করেন এলাকার সাধারণ মানুষ। চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় থেকে প্রয়োজনীয় ওষুধ, সবই দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ ধরনের ক্যাম্পের আয়োজন করছেন অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান। উচাখিলায় আয়োজিত ক্যাম্পে অংশ নেন মেডিসিন, চর্ম ও যৌন, ডায়াবেটিস, নিউরো মেডিসিনসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। দিনব্যাপী শত শত রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং ব্যবস্থাপত্র অনুযায়ী হাতে পান প্রয়োজনীয় ওষুধ।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান বলেন, ঈশ্বরগঞ্জের অনেক মানুষ এখনও মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। একজন জনসেবক হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা থেকে পিছিয়ে না পড়ে। সেই চিন্তা থেকেই এই উদ্যোগ। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় ক্যাম্পস্থলে উপস্থিত স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে উল্লেখ করে বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এ আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ, শ্রমজীবী মানুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের প্রতি।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে সড়ক থেকে মিলন হোসেন (৪০) ন...

image

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি কৃষক পরিবারের নামে ফ্যামিলি ...

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র...

image

ফরিদপুরে চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা: রশির সূত্র ধরে গ্রে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছর বয়সী জায়ান...

image

নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠনের বর্ষপূর্তি

 নবাবগঞ্জ প্রতিনিধি : নবাবগঞ্জ মানবতায় রক্তাদান সংগঠনের বর্ষপূর্তি ...

image

জামালপুরে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ ও হামলা, নারীসহ আ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় গ্রীন বায়োটেকনোলজি কারখানায় ...

  • company_logo