ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ ও দায়িত্বে অবহেলার অভিযোগে মেলান্দহ থেকে সরিয়ে হালুয়াঘাট পৌরসভায় বদলি করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীনের স্বাক্ষরিত এ চিঠির মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে জারি করা আদেশে তাকে মেলান্দহ পৌরসভা থেকে প্রত্যাহার করে নতুন কর্মস্থল হালুয়াঘাট পৌরসভায় পদায়ন করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ১ ডিসেম্বর থেকে তাকে স্বয়ংক্রিয়ভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য করা হবে।
সাথে আরও বলা হয়, তার সবধরনের বকেয়া বিল, পিএফ এবং জিএফ সংক্রান্ত আর্থিক হিসাব হালুয়াঘাট পৌরসভায় হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এর আগে গত ৯ নভেম্বর সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি প্রকাশ্যে অংশ নেন এবং বিএনপি প্রার্থীর প্রশংসায় বক্তব্য দেন, যা প্রথম শ্রেণির এক সরকারি কর্মকর্তার জন্য শুদ্ধাচারবিধির স্পষ্ট লঙ্ঘন।
সেই বক্তব্যের ভিডিও তিনি নিজেই তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে সাংবাদিকদের হাতে। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
পৌরসভা সূত্র জানায়, নিয়মিত অফিসে উপস্থিত না থাকা, বিনা ছুটিতে অনুপস্থিত থাকা এবং আরও কয়েকটি পৌরসভা থেকে বাড়তি অর্থ উত্তোলনের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। একজন পৌর কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি নিয়মিত অফিস করতেন না। বিভিন্ন পৌরসভা থেকে অতিরিক্ত অর্থ তুলেছেন, এমন অভিযোগও আছে। তার আচরণে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল অফিসের ভেতরে, কিন্তু পদমর্যাদার কারণে কেউ মুখ খুলতে পারেনি।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস. এম. আলমগীর বলেন, ছুটি ছাড়াই রাজনৈতিক সমাবেশে যাওয়া, দায়িত্বে অনুপস্থিত থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ এসব পুরো বিষয় আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে সড়ক থেকে মিলন হোসেন (৪০) ন...
ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছর বয়সী জায়ান...
নবাবগঞ্জ প্রতিনিধি : নবাবগঞ্জ মানবতায় রক্তাদান সংগঠনের বর্ষপূর্তি ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় গ্রীন বায়োটেকনোলজি কারখানায় ...

মন্তব্য (০)