• তথ্য ও প্রযুক্তি

ইউটিউবে নতুন ফিচার, আয় হবে দ্বিগুণ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়ে এসেছে নতুন সুযোগ। মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং ফিচারের মাধ্যমে একই ভিডিওতে একাধিক ভাষার অডিও ট্র্যাক যুক্ত করা যাবে। ফলে আলাদা চ্যানেল তৈরি বা কেবল সাবটাইটেলের ওপর নির্ভর করতে হবে না।

ইউটিউব তার ব্লগ পোস্টে জানিয়েছে যে এই ফিচারটি বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই ফিচারের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছিল। এর মধ্যে ছিলেন মিস্টার বিস্ট, মার্ক রবার, জেমি অলিভার, নিক ডিজিওভানির মত বড় বড় ক্রিয়েটররাও। একাধিক ভাষায় ভিডিও প্রকাশ করে তারা দেখিয়েছেন যে দর্শকরা কনটেন্ট দেখার জন্য এর মাধ্যমে নতুন ও সহজ বিকল্প পেতে পারেন।

Advertisement

 

তবে স্বয়ংক্রিয়ভাবে ডাবিং করা যায় না, বরং ক্রিয়েটরদের নিজেদেরকেই বিভিন্ন ভাষায় অডিও রেকর্ড করতে হয়। তারপরে ইউটিউবের সাবটাইটেল এডিটর টুল ব্যবহার করে ভিডিও আপলোড করতে হবে। সবচেয়ে বড় ফিচার্স হলো আগে থেকে প্রকাশ করা ভিডিওতেও নতুন অডিও ট্র্যাক যোগ করা যেতে পারে এই ফিচারের মাধ্যমে। ফলে আলাদা চ্যানেল তৈরি করার প্রয়োজন পড়বে না।

ইউটিউবের মতে, প্রাথমিক তথ্য থেকে দেখা যায় বহু ভাষার ট্র্যাক ব্যবহারকারী লক্ষ্য করেছেন যে তাদের মোট ওয়াচ টাইমের ২৫ শতাংশ এসেছে এমন দর্শকদের থেকে যাদের প্রাথমিক ভাষা ভিডিওর ভাষা থেকে আলাদা ছিল। বিখ্যাত ক্রিয়েটর শেফ জেমি অলিভার এই ফিচার্স ব্যবহার করে তার ভিডিওর ভিউজ তিন গুণ বাড়িয়ে ফেলেছেন।

এর মাধ্যমে আয় বাড়বে, সঙ্গে খরচও কমবে। আগে থার্ড পার্টি ডাবিং ও ট্রান্সলেশন পরিষেবার উপরে নির্ভর করতে হত যাতে সময়ও বেশি লাগত আর খরচও বৃদ্ধি পেত। কিন্তু ইউটিউবের এই সমন্বিত টুলের সাহায্যে প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে গিয়েছে। আর আগের থেকে আরও সাশ্রয়ী হয়ে উঠেছে। ভিডিও যারা নিজেদের ভাষাতে আগে দেখতে পারছিলেন না, তারাও এখন এই মাধ্যমে দেখতে পাবেন যে কোনো অন্য ভাষার ভিডিও।

মন্তব্য (০)





image

‎হোয়াটসঅ্যাপের ৫টি সিক্রেট টিপস যা অনেকেই জানে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ আজকের দিনে বিশ্বের সবচেয়ে ...

image

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের জরুরি সতর্কতা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ১০&rsqu...

image

আপনার হোয়াটসঅ্যাপ কে চালাচ্ছে!

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্য...

image

বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন ১৩ গ্রাম

তথ্য প্রযুক্তি ডেস্ক : আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে ছোট ফোন এখন আপনার হ...

image

ইমেইল-পাসওয়ার্ড ছাড়াই হারানো ফেসবুক আইডি ফিরিয়ে আনার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক :  আমাদের অনেকেরই এমন একটি ফেসবুক আইডি আছে, যা...

  • company_logo