• তথ্য ও প্রযুক্তি

‎ল্যাপটপ ভিজে গেলে যা করা উচিত

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অফিসের কাজ করছেন কিংবা ক্লাসের নোট নিচ্ছেন— এমন সময় হঠাৎ হাতের পানি কিংবা কফির কাপ ল্যাপটপের ওপর পড়ে গেলে অনেকে ঘাবড়ে যান। আবার কেউ কেউ ভুল পদক্ষেপ নিয়ে থাকেন। ফলে ল্যাপটপটির আরও বেশি ক্ষতি হয়ে যায়। তাই এ ধরনের মুহূর্তে যে কাজ করা উচিত, তা আগে থেকে জেনে নেওয়া জরুরি।

‎আর যদি আপনার ল্যাপটপের কিবোর্ড, স্ক্রিন, পোর্ট—সব অংশ কোনো কারণে ভিজে যায়, তবে তা পরিষ্কার করে রাখুন। কিন্তু ল্যাপটপ কোনোভাবেই দ্রুত চালু করার চেষ্টা করবেন না। এতে আপনার ল্যাপটপের ক্ষতি হতে পারে। কমপক্ষে ২৪ ঘণ্টা বা তার বেশি সময় শুকাতে দিন। আর ভিজে যাওয়ার পর ইন্টারনাল সার্কিট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা যাচাই করতে বিশ্বস্ত সার্ভিস সেন্টারে নিয়ে যান।

‎চলুন জেনে নেওয়া যাক, ল্যাপটপ পানিতে ভিজে গেলে কী করা উচিত—

‎১. পানিতে ভিজে গেলে ল্যাপটপ চালু রাখবেন না কিংবা বারবার চালু করে দেখবেন না। অনেকে ভাবেন, ‘চালিয়ে দেখি ঠিক আছে কিনা।’ এটা বিপজ্জনক। এটি করতে গেলে আপনার ল্যাপটপের শর্টসার্কিট হয়ে যেতে পারে।

‎২. হেয়ার ড্রায়ার কিংবা হিটার ব্যবহার করবেন না। কারণ অনেকে গরম বাতাস দিয়ে দ্রুত শুকানোর চেষ্টা করেন। এতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

‎৩. ল্যাপটপ ঝাঁকাবেন না। অনেকেই পানিতে ভিজে গেলে পানি বের করার জন্য ঝাঁকা দিয়ে থাকেন। কিন্তু এতে পানি আরও ভেতরের অংশে চলে যেতে পারে। সুতরাং এটি কখনো করবেন না।

‎৪. নিজে খুলে দেখবেন না। সামাজিক মাধ্যম ইউটিউবে ভিডিও দেখে নিজে নিজে ল্যাপটপের যন্ত্রাংশ খুলতে যাবেন না। বরং একজন পেশাদারের মেকানিকের সাহায্য নিন।

‎যেসব কাজ করা উচিত—

‎১. ল্যাপটপ যদি অন করা থাকে, তবে শাটডাউন করুন। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো— আপনার ল্যাপটপটি সঙ্গে সঙ্গে শাটডাউন করা উচিত। যদি ল্যাপটপ চার্জে থাকে, চার্জার খুলে ফেলুন।

‎২. ব্যাটারি খুলে ফেলুন। পুরোনো মডেলের ল্যাপটপে সাধারণত ব্যাটারি খোলা যায়। সেটি খুলে নিন। নতুন মডেল হলে এ ধাপ বাদ দিন এবং সার্ভিস সেন্টারে দ্রুত নিয়ে যান। যদি ব্যাটারি ভিজে যায়, তাহলে সেটি আর নিরাপদ নয়। এটি বদলে ফেলুন।

‎৩. প্লাগ-ইন ডিভাইস খুলে ফেলুন। ইউএসবি ড্রাইভ, মাউস, চার্জার, হেডফোন—যে কোনো কানেক্ট করা ডিভাইস দ্রুত খুলে ফেলুন।

‎৪. ল্যাপটপ উল্টো করে দিন। ল্যাপটপকে ইংরেজি ‘V’ অক্ষরের মতো করে উল্টো করে রাখুন। যাতে পানি নিচে নেমে আসে। অর্থাৎ স্ক্রিন খোলা রাখুন এবং কিবোর্ড নিচের দিকে রাখুন।

‎৫. শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। যতটা সম্ভব বাহ্যিক পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলা উচিত। কিবোর্ড, স্ক্রিন, পোর্ট—সব অংশ পরিষ্কার করুন।

‎৬. বাতাসে শুকাতে দিন। কারণ ল্যাপটপ কোনোভাবেই দ্রুত চালু করার চেষ্টা করবেন না। কমপক্ষে ২৪ ঘণ্টা বা তার বেশি সময় শুকাতে দিন।

‎৭ বড় কোনো সমস্যা হলে সার্ভিস সেন্টারে নিয়ে যান। ভিজে যাওয়ার পর ইন্টারনাল সার্কিট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা দ্রুত যাচাই করতে বিশ্বস্ত সার্ভিস সেন্টারে নিয়ে যান।

মন্তব্য (০)





image

‎হোয়াটসঅ্যাপের ৫টি সিক্রেট টিপস যা অনেকেই জানে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ আজকের দিনে বিশ্বের সবচেয়ে ...

image

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের জরুরি সতর্কতা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ১০&rsqu...

image

আপনার হোয়াটসঅ্যাপ কে চালাচ্ছে!

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্য...

image

বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন ১৩ গ্রাম

তথ্য প্রযুক্তি ডেস্ক : আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে ছোট ফোন এখন আপনার হ...

image

ইমেইল-পাসওয়ার্ড ছাড়াই হারানো ফেসবুক আইডি ফিরিয়ে আনার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক :  আমাদের অনেকেরই এমন একটি ফেসবুক আইডি আছে, যা...

  • company_logo